সাধারণ জ্ঞান || আজকের পত্রিকা
৩০ জানুয়ারি, ২০২২
১। ‘বিশ্বগ্রাম’ বা ‘গ্লোবাল ভিলেজ’ ধারণাটির প্রবক্তা কে?
২। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার কয়টি ব্রিগেড ফোর্স গঠন করে?
৩। যুক্তরাষ্ট্রের ‘জাতীয় নিরাপত্তা সংস্থা (NSA)’ কত সালে গঠিত হয়?
৪। ‘নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য’- সংবিধানের কততম অনুচ্ছেদে বলা হয়েছে?
৫। ‘পেগাসাস’ কোন দেশভিত্তিক সাইবার আর্মস সংস্থা (NSO) দ্বারা নির্মিত স্পাইওয়্যার?
৬। ‘ঘটে যাওয়া ঘটনাকেই ইতিহাস বলে’- উক্তিটি কার?
৭। ‘পলিটিক্যাল পার্টিজ ইন ইন্ডিয়া’ বইটি কার লেখা?
৮। তুরস্কের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
৯। গ্রিস এর রাজধানীর নাম কী?
১০। ‘আইন-ই-আকবরি’ গ্রন্থের রচয়িতা কে?
১১। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কী?
১২। বাংলাদেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল (Economic Zone) কোনটি?
উত্তরঃ
১। মার্শাল ম্যাকলুহান, ২। ৩টি, ৩। ১৯৫২ সালে, ৪। ১২৬তম অনুচ্ছেদ, ৫। ইসরায়েল, ৬। ই এইচ কার, ৭। জ্ঞানতাপস আবদুর রাজ্জাক, ৮। এথেন্স, ৯। আবুল ফজল, ১০। মোসাদ, ১১। মীরসরাই, চট্টগ্রাম।