ব্যাংক পরীক্ষার প্রশ্নসমূহ || সমাস এবং কারক ও বিভক্তি
ব্যাংক পরীক্ষার প্রশ্নসমূহ ২০১৯-২০২০
- ‘গায়ে হলুদ’ কোন ধরনের সমাসের উদাহরণ? বহুব্রীহি
- ‘মনে পড়ে সেই জ্যৈষ্ঠদুপুরের পাঠশালা
পলায়ন’। স্ফীত হরফের পদটির কারক ও বিভক্তি
হলো- অপাদানে শূণ্য
- নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ? কানাকানি
- ‘অনুতাপ’ পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? অনুতে যে তাপ
- ‘ফুলে ফুলে ঘর ভরেছে’ বাক্যটিতে ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি? করণে ৭মী
- ‘অধর পল্লব’ কোন সমাসের উদাহরণ? কর্ম ধারয়
- কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না? অলুক
- ‘ডাক্তার ডাক’ বাক্যটিতে ‘ডাক্তার’ কোন কারকে কোন বিভক্তি? কর্মে শূণ্য
- রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? মনমাঝি
- কোনটি ঈষৎ অর্থে অব্যয়ীভাব সমাস? আরক্তিম
- ‘আনন্দাশ্রু’ যে সমাসের উদাহরণ- কর্মধারয়
- প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়? উপমেয়
- কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ ? হাতাহাতি